AllFamous PersonNews

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কিশোরীলাল রায় চৌধুরী

মানিকগঞ্জের মানিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কিশোরীলাল রায় চৌধুরী
————————————-
কিশোরীলাল রায় চৌধুরী ১৮৪৮ সালের ১৯শে নভেম্বর মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বালিয়াটি জমিদার পরিবারের প্রখ্যাত পশ্চিম
বাড়ীতে জন্মগ্রহণ করেন। তাঁর
পিতার নাম মহাত্মা জগন্নাথ রায়
চৌধুরী। জনহিতকর কাজে তিনি
ছিলেন অগ্রনায়ক। তিনি ১৮৮৪
সালের ৪ঠা জুলাই তাঁর পিতার
নামে জগন্নাথ কলেজ প্রতিষ্ঠা
করেন, যা বর্তমান জগন্নাথ
বিশ্ববিদ্যালয় নামে পরিচিতি।

বালিয়াটির প্রসিদ্ধ জমিদার শ্রীযুক্ত কিশোরীলাল রায় চৌধুরী ঢাকায় বাংলা বাজারে ১৮৮৭ সালে তাঁর নিজ নামে কিশোরীলাল জুবিলী
হাইস্কুল প্রতিষ্ঠা করেন। তিনি নাট্য চর্চার উন্নতির জন্য মালঞ্চ নামে ঢাকাতে তিনি একটি রঙ্গমঞ্চ গড়ে তোলেন। সেই রঙ্গমঞ্চটি বর্তমানে লায়ন্স সিনেমা নামে পরিচিত।
বালিয়াটিতে তিনি একটি দাতব্য
চিকিঃসালয় স্থাপন করেন যা অদ্যাবধি সরকারী নিয়ন্ত্রণে
পরিচালিত হচ্ছে। ১৯২৫ সালের ৩ জুলাই বাবু কিশোরীলাল রায়
চৌধুরী পরলোকগমন করেন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *