AllbanglaLyricsNewsProtest

হিন্দু নির্যাতন নিয়ে এবার গান গাইলেন প্রখ্যাত গায়ক অর্জুন বিশ্বাস । কি বললেন তিনি ?

Mandir tv : বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী অর্জুন বিশ্বাস এবার গান গাইলেন হিন্দু নির্যাতন নিয়ে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হিন্দু নির্যাতন মহামারী অাকার ধারন করেছে৷ এই অবস্থায় এবার মুখ খুললেন অর্জুন বিশ্বাস।

বন্ধ হোক হিন্দু নির্যাতন | সংখ্যালঘু নির্যাতন | অর্জুন বিশ্বাস | Stop Hindu Torture in Bangladesh | Arjun Biswas | Mandir tv

https://www.facebook.com/mandirtv.net/videos/306355850294178/

 

হিন্দু নির্যাতন

কথা,সুর,শিল্পী-অর্জুন বিশ্বাস

 

তুমি মাদার অব হিউম্যানিটি শেখ হাসিনা

মায়া মমতায় ভরা মন

তবে কেন সারাদেশে অকাতরে চলছে ?

সংখ্যালঘু নির্যাতন।

এটা নয় আমাদের কোনো হুশিয়ারী

এটা অনুযোগ অভিমান

মনে রেখ আমরা সংখ্যালঘুরাও

জাতির পিতার সন্তান।

তাই জন্মভূমিতে আমাদেরও আছে

বেঁচে থাকার অধিকার।

তোমার মুখেই তুমি বলেছ

[ধর্ম যার যার রাষ্ট্র সবার, রাষ্ট্রে সবার সমান অধিকার]-২

 

সব নেতাদের ওই হাঁড়ির খবর

তোমার ঝুলিতে আছে জমা,

অন্যায় দেখলে আপন কিংবা পর

কাউকেই করোনা ক্ষমা।

 

তুমি বিশ্বনেতাদের তালিকায় শ্রেষ্ঠ ক্ষমতাবান একজন,

পিতার মতই তুমি মহৎ মহান আদর্শে ভরা তোমার মন।

আমাদের চাওয়া কলুষিত না হোক তোমার আদর্শ শাসন

তাই করছি তোমার দৃষ্টি আকর্ষণ বন্ধ হোক হিন্দু নির্যাতন

সংখ্যালঘু নির্যাতন

 

তাই জন্মভূমিতে আমাদেরও আছে

বেঁচে থাকার অধিকার।

তোমার মুখেই তুমি বলেছ

[ধর্ম যার যার রাষ্ট্র সবার, রাষ্ট্রে সবার সমান অধিকার]-২

 

জানি তুমি মস্ত ব্যস্ত

দেশের উন্নয়ন চিন্তায়,

নানা সমস্যার সমাধানে তোমার

২৪ ঘন্টার দিন যায়।

 

জানিনা তোমার কানে পৌঁছায় কিনা

সংখ্যালঘু নির্যাতনের খবর,

ভিটেমাটি দখল অগ্নি সংযোগ

প্রকাশ্য হুমকি কন্ঠস্বর।

 

তোমাকে ছাড়া আর বলব কাকে ?

তুমি আমাদের আপন

তাই করছি তোমার দৃষ্টি আকর্ষণ।

বন্ধ হোক হিন্দু নির্যাতন

সংখ্যালঘু নির্যাতন

 

তাই জন্মভূমিতে আমাদেরও আছে

বেঁচে থাকার অধিকার।

তোমার মুখেই তুমি বলেছ

[ধর্ম যার যার রাষ্ট্র সবার, রাষ্ট্রে সবার সমান অধিকার]-২

 

আমার ছেলে বলে চলো বাবা

আমরা অন্য দেশে চলো যাই

আমি বলি শোনো বাবা

অন্য দেশে তো আমার জন্মভূমি নাই।

 

পৃথিবীর সব দেশেই সংখ্যালঘুদের নির্যাতন সইতে হয়

ধর্ম নীতি আর রাজনীতিতে এটা তেমন দোষের নয়।

তোরা যদি যেতে চাস চলে যা

আমি কোথাও যাব না

এই দেশেতে জন্ম এই দেশেই মরব

এই মাটি আমার মা।

 

এই দেশ আমার মা

মাটি আমার মা

এই মাটি ছেড়ে কখনো

কোথাও আমি যাব না না না

এই দেশ আমার মা

মাটি আমার মা।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *