প্রীতিলতা ওয়াদ্দেদার যিনি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা ও প্রথম বিপ্লবী মহিলা শহীদ

আজ ৫মে। বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম মাষ্টারদা সূর্যসেনের সহযোদ্ধা নারী নেত্রী বিপ্লবী বীর চট্টলার সন্তান, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিকন্যা প্রিতিলতা ওয়াদ্দেদারের আজ জন্মদিন। ।

🙏প্রণাম দিদি🙏

🍁যুগে যুগে প্রিতিলতা রা জন্মেছে এই চট্টগ্রামে। নিঃস্বার্থে নিজের জীবন নিঃশেষ করে আমাদের করে গেল চিরকৃতজ্ঞ। জন্মদিনে বিনম্র শ্রদ্ধা তোমায় নেত্রী।

🍁প্রিতিলতা ওয়াদ্দেদার। চট্টগ্রামের পটিয়ায় ধলঘাটে জন্মগ্রহণ করেন। ১৯২৮ সালে চট্টগ্রামের ডাঃ খাস্তগির স্কুল থেকে মেট্রিক পাশ করেন। ঢাকা ইডেন কলেজ থেকে আইএ পাশ এবং পরবর্তিতে কলকাতার বেথুন কলেজ থেকে ইংরেজি বিভাগ থেকে বিএ পাশ করেন। এরপর তিনি চট্টগ্রামের একটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। ইচ্ছে করলেই তিনি জীবনটা স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দিতে পারতেন।

🍁তখনকার ব্রিটিশদের অন্যায় অবিচার থেকে ভারতকে মুক্ত করতে প্রিতিলতা বেছে নিলেন বিপ্লবী জীবন। তিনি ইডেন কলেজ থেকে নারী বিপ্লবী সংগঠনের সাথে যুক্ত ছিলেন। বেথুন কলেজে পড়ার সময় সরাসরি ব্রিটিশ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। এরপর চট্টগ্রামে মাস্টারদা সূর্যসেন এর নেতৃত্বে পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করার জন্য সহকর্মীদের সাথে কাট্টলি সমুদ্র সৈকতে প্রশিক্ষণ দেন। ইউরোপিয়ন ক্লাবের সামনে লেখা ছিল ”এখানে কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ”।

🍁এর প্রতিবাদ হিসেবে প্রিতিলতা ওয়াদ্দেদার ২৪ সেপ্টেম্বর ১৯৩২ সালে ইউরোপিয়ন ক্লাব আক্রমণ করেন। আক্রমণ সফল করে ফিরার পথে এক সিপাহীর গুলিতে তিনি আহত হন। তিনি ব্রিটিশদের কাছে মাথা নিচু করতে চাননি তাই তার সাথে রাখা পটাসিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন।

 

🍁এভাবে তিনি ভারত স্বাধীনতার বেদিমূলে নিজেকে বলিদান করেন। আমরা ছোটবেলায় তার রণ জীবনী শুনেই শিহরিত হতাম। আজ ৫মে। আজ মহান বিপ্লবী প্রিতিলতা ওয়াদ্দেদারের জন্মদিন। শুভ জন্মদিন দিদি।cp

1 comment

  1. Good day! mandirtv.net

    We present oneself

    Sending your commercial proposal through the feedback form which can be found on the sites in the Communication section. Contact form are filled in by our program and the captcha is solved. The profit of this method is that messages sent through feedback forms are whitelisted. This method raise the probability that your message will be read. Mailing is done in the same way as you received this message.
    Your business proposition will be open by millions of site administrators and those who have access to the sites!

    The cost of sending 1 million messages is $ 49 instead of $ 99. (you can select any country or country domain)
    All USA – (10 million messages sent) – $399 instead of $699
    All Europe (7 million messages sent)- $ 299 instead of $599
    All sites in the world (25 million messages sent) – $499 instead of $999

    Discounts are valid until May 10.
    Feedback and warranty!
    Delivery report!
    In the process of sending messages we don’t break the rules GDRP.

    This message is automatically generated to use our contacts for communication.

    Contact us.
    Telegram – @FeedbackFormEU
    Skype – FeedbackForm2019
    Email – FeedbackForm@make-success.com
    WhatsApp – +44 7598 509161
    http://bit.ly/2Wg068R

    Best wishes

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *