ভগবান শ্রীকৃষ্ণ উপবাস কখন থাকবেন ? জেনে নিন

Mandir Tv : ভগবান শ্রীকৃষ্ণ উপবাস কখন থাকবেন, এই নিয়ে চলছে বিভিন্ন মহলের বিভিন্ন কথাবার্তা, কেউ বলছে অাগামী ২৩শে অাগস্ট শুক্রবার অাবার কেউ বলছে অাগামী ২৪শে অাগস্ট শনিবার? তাহলে অাপনি কোনটা থাকবেন।
এই ঘটনার রহস্য সমাধান নিয়ে এলাম অামরা।

২৩শে অাগস্ট সূর্য্যউদয়ের পরে অষ্টমী তিথি শুরু হচ্ছে। তারমানে এই অষ্টমী তিথি সপ্তমীবিদ্ধা, অাবার সেই দিন রোহিনীনক্ষত্র ও নেই। কিন্তু অামরা সবাই জানি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রোহিনীনক্ষত্র সময় জন্মগ্রহণ করেছিলেন । এখন প্রশ্ন রোহিনীনক্ষত্র নেই কিন্তু অষ্টমী তিথি তো সারাদিন অাছে? হা অষ্টমী তিথি সারাদিন অাছে – অাপনি যদি তিথি হিসাব করেন তাহলে অাপনি ২৩ তারিখ উপবাস থাকতে পারেন।

২৪ শে অাগস্ট সূর্য্যউদয়ের পর অারম্ভ হবে নবমী, কিন্তু ২৪ তারিখ সারাদিনরাত থাকবে রোহিনীনক্ষত্র। কিন্তু অষ্টমী তিথি থাকবে না। তাই অাপনি যদি নক্ষত্র হিসাব মতে উপবাস থাকতে চান তাহলে ২৪ তারিখ থাকতে পারেন।

বিভিন্ন পঞ্জিকাতে জন্মাষ্টমীর উপবাসের কথা উল্লেখ রয়েছে। স্মার্তমতে ২৩ তারিখ ও বৈষ্ণবীয় মতে ২৪ তারিখ। Mandirtv.net থেকে অামরা ফোন করেছিলাম ইসকনের একজন ব্রহ্মচারীকে তিনি বলেন, স্বামীবাগ ইসকন মন্দির থেকে প্রকাশিত এক বার্তামতে বৈষ্ণবীয় নিয়মানুযায়ী ২৪ তারিখ উপবাস এবং সন্ধ্যাকালে ভগবানের অভিষেক অনুষ্ঠিত হবে৷

এখন মূল কথা এটাই যে, স্মার্তমতে এবং তিথি মতে অাপনি উপবাস করতে চাইলে ২৩শে অাগস্ট করবেন এবং বৈষ্ণবীয় ও রোহিনীনক্ষত্র মতে করতে চাইলে ২৪ তারিখ করবেন।
২৩ ও ২৪ তারিখ দুইটায় গ্রহণযোগ্য।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *