অকলঙ্ক শশীমুখী, সুধাপানে সদা সুখী বিভাস – ঢিমে তেতালা অকলঙ্ক শশীমুখী, সুধাপানে সদা সুখী, তনু তনু নিরখি অতনু চমকে। না ভাব বিরূপ ভূপ, যাঁরে ভাব ব্রহ্মরূপ, পদতলে শবরূপ, বামা রণে কে॥ শিশু-শশধর-ধরা, সুহাস মধুরাধরা, প্রাণ ভরা ভার, ধরা আলো করেছে। চিত্তে বিবেচনা কর, নিশাকর দিবাকর, বৈশ্বানর নেত্রবর কর ঝলকে॥ রামা অগ্রগণ্যা, বটে ধন্যা কার কন্যা,… Continue reading অকলঙ্ক শশীমুখী, সুধাপানে সদা সুখী