অনন্য নজির ! কবরস্থান নির্মাণে শেষ সম্বল জমিটুকুও দান করলেন এই মহীয়সী
নদিয়ার পূর্ণিমা বন্দ্যোপাধ্যায় এমনই এক মহান কাজ করেছেন ৷ ৭৯ বছর বয়সী পূর্ণিমা দেবীর জন্ম হুগলির শ্রীরামপুরে ৷ পেশায় রাজ্য সরকারি কর্নমী ছিলেন তিনি ৷ ২০০০ সালে অবসর নিয়েছিলেন ৷ জীবনের একটা লম্বা সময় ভাড়া বাড়িতে কাটিয়ে ছিলেন পরে পাঁচ শতক জমির উপরে শিব মন্দির নির্মাণ করেছিলেন তিনি
পাড়ার এক মহিলার কাছে শুনেছিলেন এলাকায় কেউ মারা গেলে কবরস্থান না থাকায় মৃত ব্যক্তির বাড়ির উঠোনেই কবর দিতে হয় ৷ গ্রামের এই বড় সমস্যার কথা শোনার পরে নদীর পাড়ে ১২ কাঠা জমি দান করেছেন কবরস্থান নির্মাণে ৷ বর্তমানে নিজের বলতে তাংর কোনও সম্পত্তি নেই পূর্ণিমাদেবীর।