AllNews

পূর্ণিমা বন্দ্যোপাধ্যায়ের শেষ সম্বল জমিটুকুও দান করলেন কবরস্থানের জন্য

অনন্য নজির ! কবরস্থান নির্মাণে শেষ সম্বল জমিটুকুও দান করলেন এই মহীয়সী

#নদিয়া: ত্যাগই জীবনের পরম ধর্ম ৷ তবে এর কোনও সীমা বা পরিসীমা কোনও কিছুই নেই ৷ অন্যের সেবায় নিজের ভবিষ্যতের কথা মাথায় না রেখে সমস্ত কিছু হাসিমুখে বিলিয়ে দেওয়ার মত ঘটনা আমাদের দেশে থাকলেও এই ঘটনা একটু আলাদা ৷ আগেই তাঁর সঞ্চয় করা টাকা পয়সা ভারত সেবাশ্রম সংঘকে দান করেছিলেন ৷ এবারে ১২ কাঠা জমি দান করলেন কবরস্থান নির্মাণে ৷

নদিয়ার পূর্ণিমা বন্দ্যোপাধ্যায় এমনই এক মহান কাজ করেছেন ৷ ৭৯ বছর বয়সী পূর্ণিমা দেবীর জন্ম হুগলির শ্রীরামপুরে ৷ পেশায় রাজ্য সরকারি কর্নমী ছিলেন তিনি ৷ ২০০০ সালে অবসর নিয়েছিলেন ৷ জীবনের একটা লম্বা সময় ভাড়া বাড়িতে কাটিয়ে ছিলেন পরে পাঁচ শতক জমির উপরে শিব মন্দির নির্মাণ করেছিলেন তিনি

পাড়ার এক মহিলার কাছে শুনেছিলেন এলাকায় কেউ মারা গেলে কবরস্থান না থাকায় মৃত ব্যক্তির বাড়ির উঠোনেই কবর দিতে হয় ৷ গ্রামের এই বড় সমস্যার কথা শোনার পরে নদীর পাড়ে ১২ কাঠা জমি দান করেছেন কবরস্থান নির্মাণে ৷ বর্তমানে নিজের বলতে তাংর কোনও সম্পত্তি নেই পূর্ণিমাদেবীর।

 

তাঁর সামান্যতম বলতে যদি কিছু থাকে তাহল মাসে এক হাজার টাকা পেনশন ৷ তাই নিয়েই হাসিমুখে আগামী দিনগুলি আনন্দে কাটানোর অঙ্গীকার ৷

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *