রাইসিনা হিলে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। ঠিক সন্ধ্যা 7টায় শপথ বাক্য পাঠ করেন মোদি। তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রথমে জাতীয় সঙ্গীতে সকলে গলা মেলান । তারপর শুরু হয় শপথ গ্রহণ।
একনজরে দেখে নিন মোদির সঙ্গে আর কারা শপথ নিলেন-
1. নরেন্দ্র মোদি
2. রাজনাথ সিং
3.অমিত শাহ
4.নীতিন গঢ়কড়ি
5. সদানন্দ গৌড়া
6. নির্মলা সীতারমন
7. রামবিলাস পাসোয়ান
8. নরেন সিংহ তোমর
9. রবিশঙ্কর প্রসাদ
10. হরসিমরত কউর বাদল
11. টি সি গহলৌত
12. এস জয়শঙ্কর
13. রমেশ পোখরিয়াল
14. অর্জুন মুন্ডা
15. স্মৃতি ইরানি
16. হর্ষবর্ধন
17. প্রকাশ জাভড়েকর
18. পীযূষ গোয়েল
19. ধর্মেন্দ্র প্রধান
20. মুক্তার আব্বাস নকভি
21. প্রহ্লাদ জোশী
22. মহেন্দ্রনাথ পাণ্ডে
23. অরবিন্দ সাবন্ত
24. গিরিরাজ সিং
25. গজেন্দ্র শেখাওয়াত
26. সন্তোষকুমার গঙ্গোয়ার
27. ইন্দ্রজিত সিং
28. জিতেন্দ্র সিং
29. শ্রীপদ নায়েক
30. কিরেন রিজিজুর
31. প্রহ্লাদ সিং পটেল
32. রাজকুমার সিং
33. হরদীপ সিং পুরী
34. মনসুখলাল মান্ডবিয়া
35. ফগন সিং কুলস্তে
36. অশ্বিনী চৌবে
37. অর্জুনরাম মেঘওয়াল
38. ভি কে সিং
39. কৃষ্ণপাল গুর্জর
40. রাওসাহেব দানবে
41. জি কিষাণ রেড্ডি
42. পুরুষোত্তম রুপালা
43. রামদাস আঠাওয়াল
44. সাধ্বী নিরঞ্জন জ্যোতি
45. বাবুল সুপ্রিয়
46. সঞ্জীব কুমার বালিয়ান
47.সঞ্জয় ধোত্রে সামরাও
48. অনুরাগ সিং ঠাকুর
49. সুরেশচন্দ্র বসপ্পা
50. নিত্যানন্দ রায়
52. রতনলাল কাটারিয়া
53. বি মুরলীধরন
54. রেনুকা সিং
55. সোমপ্রকাশ
56. প্রতাপ চন্দ্র সারাঙ্গী