মোদীর অাত্মকাহিনী : সম্পূর্ণ জীবনবৃত্তান্ত জেনে নিন ভারতের প্রধানমন্ত্রীর

মোদীর জন্মঃ ১৭ ই সেপ্টেম্বর ১৯৫০
পিতার নামঃ দামেদর দাস মূল চাঁদ মোদী
মাতার নামঃ হীরাবেন মোদী


সংক্ষিপ্ত বিবরণঃ গুজরাটের মহেসানা জেলার বড়নগর নামক স্থানে ঘাঞ্চী তেলী সম্প্রদায় নিন্ম বর্ণ হিন্দু পরিবারে ৪০ ফুট বাই ১২ ফুট এক তলা বিশিষ্ট ঘরে ৪ ভাই বোনের ভিতর ৩য় জন হিসাবে জন্ম গ্রহণ করেন । ৫ বছর বয়স থেকে বড়নগর রেলস্টেশনে পিতার চায়ের দোকানে পিতাকে সহযোগীতা করতেন ।কৈশরে বড়নগর বাস স্ট্যান্ডে বড় ভাইকে চায়ের কাজে সহযোগীতাও করতেন । নিজ এলাকায় সাধারন স্কুলে পড়াশুনা করেন । ছোট বেলা থেকে স্বামী বিবেকানন্দ জীবনী তাকে বিশেষ ভাবে অনুপ্রানিত করে । ৮ বছর বয়সে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের স্থানীয় শাখায় সদস্য হওয়ার পাশা পাশী বিভিন্ন অজুহাতে পিতা ও বড় ভাইয়ের কাছ থেকে পয়সা নিয়ে অসহায় গরীব ও ভিক্ষুকদের সাধ্য মত সাহায্য করতেন । ১৩ বছর বয়সে খুব ছোট বেলায় মা মরা যশোদাবেন নামক এক মেয়ের সাথে পরিবার থেকে বিবাহের স্থীর হয় । ১৭ বছর বয়সে মোদী ঘর ছেড়ে রাজকোট শহরে রামকৃষ্ণ মিশন ও তার পর বেলুড় মঠে আসেন তার পর আলমোড়া শহরে স্বামী বিবেকানন্দ প্রতিষ্টিত আশ্রমে যোগ দেন । এর পর চলে আসেন আমেদাবাদ শহরে নিজের কাকার চায়ের দোকানে কাকাকে সহযোগীতা করেন । এদিকে যশোদাবেন( জন্ম ১৯৫২ ) এর বয়স ১৬ এবং মোদীর বয়স ১৮ হলে ১৯৬৮সালে পরিবার থেকে তাদের দুজনের বিবাহ সম্পন্ন হয় । বিবাহের ২ বছর পর যশোদাবেন এর পিতা মারা যায় আর বিবাহের ৩ বছর পর মোদী সন্ন্যাস নিয়ে হিমালয় পর্বতে চলে যান । ১৯৭০ সালে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের এক জন পূর্ণ প্রচারক হিসাবে দায়িত্ব পান । এ দিকে স্ত্রী যশোদাবেন ১৯৭৮ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বনসকান্ত জেলায় স্কুল শিক্ষক হিসাবে অবসর নেন । ১৯৭৮ সালে মোদী দিল্লী বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতক ও গুজরাট বিশ্ববিদ্যালয় হতে একই বিষয়ে স্নাতোত্তর ডিগ্রী লাভ করেন । ২০১৪ সালে প্রধান মন্ত্রীর পূর্বে গুজরাটের মুখ্য মন্ত্রী ছিলেন । স্ত্রী যশোদাবেন আপন ভাই এর কাছে থেকে প্রতিদিন পূজা অর্চনা করেন এবং তিনি বলেন সব পূজাই ওর জন্য আর মোদী মা কে ভক্তি ও প্রনাম করতে ভোলেন না । জয় শ্রীরাম ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *