AllBageeshicNewsorganization

বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের শুভ অভিষেক অনুষ্ঠান ।

“গীতার আলো ঘরে ঘরে জ্বালো” এই শ্লোগানকে লক্ষ্য করে সনাতনি সম্প্রদায়ের প্রতিটি ঘরে ঘরে গীতার আলো প্রজ্বলন করার দীপ্ত শপথ নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক)। গতকাল ২৬ এপ্রিল শুক্রুবার বিকেল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে এক অনন্যসাধারণ অণুস্ঠাণের মাধ্যমে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) দক্ষিণ জেলা সংসদ (২০১৭~২০২০) শুভ অভিষেক অণুস্ঠাণে নব গঠিত কমিটি শপথ বাক্যের মাধ্যমে এই লক্ষ্য পুনঃ উল্লেখ করেন ।

দক্ষিণ জেলা সভাপতি অধ্যাপক শিপুল দে এর সভাপতিত্বে অণুস্ঠাণে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন বাঁশখালী ও তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ । চাক্তাই লোকনাথ ধাম গীতা স্কুলের ছাত্র ছাত্রীদের গীতা পাঠের মাধ্যমে অণুস্ঠাণের শুভ সূচনা হয় । অণুস্ঠাণে প্রধান অথিতি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমেদ । সংবর্ধিত অতিথি ছিলেন রাউজান পৌর মেয়র শ্রী দেবাশীষ পালিত, বিশেষ অতিথি ছিলেন এড. চন্দন তালুকদার, সংবাদিক শ্রী শ্যামল সরকার, শ্রী দিলীপ কুমার শীল, শ্রী বাবুল ঘোষ বাবুন, ডা. কথক দাশ ।

https://youtu.be/x94EoUeop5k 

উদ্বোধক ছিলেন শ্রী সজল বরন সেন । প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ । শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় সভাপতি শ্রী দেশপ্রিয় চৌধুরী বিনয় । সঞ্চালক ছিলেন দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মাস্টার রূপক শীল । আরো সংবর্ধিত করা হয় চেয়ারম্যান শ্রী সরোজ কান্তি সেন নান্টু , শ্রী দিলীপ ভট্টাচার্য্য, শ্রী পলাশ কান্তি নাথ রণি ও দক্ষিণ জেলার অন্তর্গত সকল উপজেলার সভাপতি ও সাধারন সম্পাদকদের । এক অনান্য সাধারণ অণুস্ঠাণ উপহার দেওয়ার জন্য বাগীশিক দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক শিপুল দে , সা. সম্পাদক মাস্টার রূপক শীল , শিক্ষক শ্যামল বৈদ্য সবুজ, শ্রী রূপন মহাজন সহ কমিটির সকল সদস্য / সদস্যদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি । আশা করি নব গঠিত কর্মকর্তাদের প্রচেস্টায় এবং দক্ষিণ জেলার অন্তর্গত উপজেলা ও ইউনিয়ন কমিটির সহযোগিতায় আগামীতে চট্টগ্রাম দক্ষিণ জেলার সনাতনী প্রতিটি ঘরে ঘরে গীতার আলো পৌঁছে যাবে । জয় গীতা ।

বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের শুভ অভিষেক অনুষ্ঠান ।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *