মিঠুন কুমারের বিরুদ্ধে উস্কানিমূলক অপপ্রচার বন্ধে সহধর্মিণী শ্রাবন্তী দাশের আকুতি

মাগুরায় মিঠুন কুমার মজুমদার নামে এক ব্যাক্তির নাম দিয়ে ফেইসবুকে দেশবিরোধী সাম্প্রদায়িক  উস্কানিমূলক প্রচার চালাচ্ছে বলে দাবি করছে তার স্ত্রী শ্রাবন্তী দাশ। শ্রাবন্তী বলেন –

আমি শ্রাবন্তী দাশ, আমার স্বামী মিঠুন কুমার মজুমদারের বিরুদ্ধে ফেসবুকে দেশবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির অব্যাহত উস্কানিমূলক অপপ্রচার প্রতিরোধে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
গত ১৩/০৮/২০১৯ তারিখে আমার স্বামী মিঠুন কুমার মজুমদার, (যার ফেসবুক আইডি লিংক facebook.com/mrkumarmithun) এর ফেসবুক আইডি থেকে কিছু ছবি ডাউনলোড করে একটি ফেসবুক পেজ খোলা হয় Mithun Kumar নামে। যার আইডি লিংক (https://facebook.com/Mithun-Kumar-107499373942916/)। এই পেজ থেকে ক্রমাগত ধর্মীয় উস্কানিমূলক এবং রাষ্ট্রবিরোধী পোস্ট দেয়া হচ্ছে। অতঃপর অনুরূপ একটি পেজ Tania Sultana হতেও উস্কানি ছড়ানো হয় ১৫/০৮/২০১৯ তারিখে। যে পেজের আইডি লিংক (https://facebook.com/Tania-Sultana-588434291642348/)। এরইমধ্যে ১৫/০৮/২০১৯ তারিখে আমার স্বামীর ফেসবুক আইডি ঐ মহলের উপর্যুপরি রিপোর্টে ডিজেবল হয়ে যায়। আমার স্বামীর নাম ব্যবহার করে উস্কানি ছড়ানোর ব্যাপারটা ১৬/০৮/২০১৯ তারিখ নাগাদ আমাদের নজরে আসে। সাথে সাথেই আমরা থানাতে জিডি করে জানাই। এরপরে ৯৯৯ এ কল করে জানানো হয়। অতঃপর তাদের নির্দেশমত পুরো বিষয়টা nescybercell@gmail.com 999@police.gov.bd এবং cyberhelp@dmp.gov.bd তে জানানো হয়। বিষয়গুলো তদন্তাধীন রয়েছে।
১৭/০৮/২০১৯ তারিখ সকালে ডিবি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ইউনিটে জানানো হয়েছে পুরো ব্যাপারটা। তাদের কাছেও বিষয়টা তদন্তাধীন।
এরপর মাগুরা শহরে স্বল্প সময়ে গজিয়ে ওঠা কিছু ফেসবুক পেজ থেকে ক্রমাগত উস্কানিমূলক পোস্ট আসতে থাকে। মাগুরা থানা পুরো বিষয়টি অবগত আছে এবং সজাগ দৃষ্টি রাখছে।
মাগুরা শহরের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দীর্ঘদিনের লালিত সম্পদ। একে কোন কুচক্রী মহলের ষড়যন্ত্রে নস্যাৎ হতে দিতে আমরা পারিনা। সংশ্লিষ্ট সকলকে গুজবে বিভ্রান্ত না হবার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

(আমাদের পারিবারিক ছবি + জিডির কপি এবং ফেসবুক ডিসেবল সংক্রান্ত নোটিশ সংযুক্তি করলাম।)

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *