৮২ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার! কি করা হবে ভগবানের এই বিগ্রহকে?

চাঁদপুরের কচুয়ায় ৮২ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে এলাকাবাসী।

গত শুক্রবার বিকেলে উপজেলার করইশ গ্রামের মৃত আবুল হাসেমের দুই পুত্র ওয়ালী উল্যাহ ও ওসমান, হানিফ মিয়ার পুত্র আমির হোসেন বাড়ির পাশে একটি পুকুরে জাল দিয়ে মাছ ধরার সময় হঠাৎ তাদের পায়ে শক্ত কোনো বস্তুর আঘাত টের পেয়ে সেখানেই দুই ফুট খোদাই করে এই মূর্তি উদ্ধার করে।

খবর পেয়ে শুক্রবার মধ্যরাতে কচুয়া সার্কেলের সিনিয়র এএসপি শেখ রাসেল, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উল্যাহ ও পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার করইশ গ্রামের বিলকিছ কমিশনারের বাড়ির থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। গতকাল শনিবার দুপুরে কচুয়া থানার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ খবর জানানো হয়।

মূর্তির উচ্চতা ৩৮ ইঞ্চি, প্রস্থ ১৯ ইঞ্চি ও ওজন ৮২ কেজি। মূর্তিটির ব্যাপারে প্রত্নতত্ত্ব বিভাগকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে তাদের কাছে হস্তান্তর করা হবেও বলে তিনি জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *