সত্যজিৎ চৌধুরী : “মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে” এই শ্লোগান কে হৃদয়ে ধারণ করে ২৪/০৫/২০১৯ইং শুক্রবার সনাতনী সাপোর্ট টীমের উদ্যোগে চট্টগ্রাম জেলা রাউজান থানা নোয়াপাড়ায়
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৪ পরিবারের মাঝে ৩ বান্ডিল করে ১২ বান্ডল টিন বিতরণ করা হল।
https://youtu.be/7X1ZT_-I11Y
গত ১২ই এপ্রিল নোয়াপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় ৪ টি পরিবার। সুমঙ্গল চক্রবর্তী, ভোলানাথ চক্রবর্তী, ব্রজনাথ চক্রবর্তী ও বিল্বমঙ্গল চক্রবর্তীর ৪টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এই অগ্নিকাণ্ডে। নতুন বছরের শুরুতে এই অপ্রত্যাশিত ঘটনায় দিশেহারা হয়ে পড়ে তারা। মন্দির টিভির মাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশ এর পর তাদের পাশে গিয়ে দাঁড়ায় “সনাতনী সার্পোট টীম” নামে একটি গ্রুপ। ১২ বান্ডেল নতুন টিন তুলে দেওয়ার মাধ্যমে তাদের আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর কথা বলেন সনাতনী সার্পোট টীমের সদস্যরা। বললেন হিন্দুদের পাশে হিন্দুদের দাঁড়াতে হবে। কাঁদতে কাঁদতে অসহায়ত্ব অনুভবের কথা বললেন সুমঙ্গল সহ ৪ টি পরিবারের সবাই, বৃষ্টির দিনে স্ত্রী-পুত্র নিয়ে তাদের যেসময়টি কেটেছে তা ভুলবার মত নয়। কাঁদতে কাঁদতে সনাতনী সার্পোট টীমের সদস্য অাশিবার্দ করলেন সত্তর বছর বয়সী সুমঙ্গলের পিতা৷
Sanatani support team 🚩