মহৎ মানবিক কাজের দৃষ্টান্ত স্থাপন করলেন জাগো হিন্দু পরিষদ (JHP)
কাপ্তাই উপজেলা শাখা
🔘সনাতনী সংগঠন জাগো হিন্দু পরিষদ (JHP)
কাপ্তাই উপজেলা শাখার বিশেষ উদ্যোগে ও তত্ত্বাবধানে ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন শ্যামা পাড়াস্থ বাসিন্দা শ্রী সুজন দাশ ও বীনা দাশের বড় পুত্র চতুর্থ শ্রেণির ছাত্র শ্রী রাজেশ দাশ (অন্তু) দীর্ঘ দিন ধরে চোখের বিরল ছানি রোগে আক্রান্ত হলে তার চক্ষু অপারেশনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। চিকিৎসা খরচ মেটাতে অসার্মথ্য এই হত দরিদ্র পরিবারটি বিভিন্ন দ্বার ঘুরে হতাশ হয়ে যখন জাগো হিন্দু পরিষদ (JHP) কাপ্তাই উপজেলার শাখার স্মরণাপন্ন হয়, তখন এই সংগঠন তাদের সন্তানের সুচিকিৎসার দায়িত্বভার গ্রহন করেন এবং শূন্য থেকে ধাপে ধাপে এই মহৎ মানবিক কাজ বাস্তবায়ন হয়। এই মহৎ কর্মটি সফলতার পিছনে বিশেষ ভূমিকায় যারা ছিলেন শিকারপুর গৌরাঙ্গ বাড়ী’র পরম শ্রদ্ধাভাজন অধ্যক্ষ, শ্রী স্বরুপ দাস বাবাজী’র আশীর্বাদ, আন্তরিক সহযোগিতায় মানবিক চিকিৎসক, রয়েল চক্ষু হাসপাতালের সম্মানিত পরিচালক ডাঃ নারায়ণ দেবনাথ মহোদয় আর জাগ্রত সনাতনী বাংলাদেশ এবং সনাতনী ভক্তবৃন্দ যারা মানবিক কাজে আর্থিক সহায়তায় পাশে ছিলেন। উক্ত সংগঠনের সারথিরা যারা অক্লান্ত শ্রম ও মূল্যবান সময় দিয়ে এই মানবিক কাজ সুসম্পন্ন করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায় । জাগো হিন্দু পরিষদ JHP কাপ্তাই উপজেলা শাখা। আগামীতে সকল মানবিক কাজে সাথে থাকুন একজন সনাতনী হিসেবে,
………………,🙏 জয় শ্রীরাম🙏………………