অন্নপূর্ণার ধন্য কাশী

অন্নপূর্ণার ধন্য কাশী

অন্নপূর্ণার ধন্য কাশী।
শিব ধন্য কাশী ধন্য, ধন্য ধন্য আনন্দময়ী।।
ভাগীরথী বিরাজিত, প্রবাহে অর্ধ শশী।
উত্তরবাহিনী গঙ্গা জল ঢালিছে দিবানিশি।।
শিবের ত্রিশূলে কাশী, বেষ্টিত বরুণা-অসী।
তন্মধ্যে মরিলে জীব, শিবের শরীরে মিশি।।
কি মহিমা অন্নপূর্ণার, কেউ থাকে না উপবাসী।
ওমা, রামপ্রসাদ অভুক্ত তোমার, চরণধূলার অভিলাষী।।

—————-
সুরনির্দেশঃ প্রসাদী-একতালা

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *